ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সন্ধ্যায় ন্যাপের সঙ্গে সংলাপ করবে বিএন‌পি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ জুন ২০২২ ২০:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ জুন ২০২২ ২০:৩৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর আন্দোলনের প্লাটফর্ম গড়ে তুলতে ন্যাপের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রবিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপের (ভাসানী) সঙ্গে সংলাপে বসবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী (ন্যাপ ভাসানী) নেতাদের সঙ্গে রোববার আলোচনায় বসবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ আলোচনায় উপস্থিত থাকতে পারেন।

প্রসঙ্গত, ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের স‌ঙ্গে বৈঠক করে।

এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টির (কাজী জাফর) ও ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাদের সঙ্গে বৈঠক করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারবিরোধী ডান-বাম ঘরানার দলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে বিএনপি। এরই অংশ হিসেবে ধারাবাহিক এ বৈঠক চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: