ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়: ডা. জাহিদ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জুন ২০২২ ২১:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জুন ২০২২ ২১:৪৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ। তিনি বলেন, যেকোনো সময় যেকোনো দিকে টার্ন নিতে পারে। বর্তমানে তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে থাকবেন। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

শনিবার (১১ জুন) সকাল ৯টার দিকে সংবাদমাধ্যমেকে তিনি এ তথ্য জানান।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন।

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: