ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তৃতীয় দলকে ক্ষমতায় নিতে চাচ্ছে সাধারণ মানুষ: মুজিবুল হক চুন্নু

আল আমিন | প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৩:২৪

আল আমিন
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৩:২৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রতি মানুষের যে অনীহা ও যে অনাস্থা সেই অনাস্থার কারণে তৃতীয় দলকে ক্ষমতায় নিতে চাচ্ছে সাধারণ মানুষ। আর তাই সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছানোর জন্যই এই মিটিংগুলো করা হচ্ছে। যাতে মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে।

বুধবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্ধিত সভা শুরুর সময় অনুষ্ঠান স্থলে প্রবেশমুখে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান জেলার আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলা করে জাতীয় পার্টির জেলা কমিটির মহাসচিব মোজাম্মেল হকের লোকজন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে তারা মুসলিম লীগে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ।

মুজিবুল হক চুন্নু বলেন, ৩২ বছর যাবত জাতীয় পার্টি ক্ষমতার বাইরে, এরপরও জাতীয় পার্টি টিকে আছে, তার কারণ জাতীয় পার্টি মানুষের কথা বলে, জাতীয় পার্টি গণতন্ত্রের কথা বলে। জাতীয় পার্টি মানুষের জন্য অনেক কিছু করেছিলেন, সেই জন্য টিকে আছে। আওয়ামী লীগ মাত্র ২১ বছর ক্ষমতায় ছিল না, তাই তিন টুকরো চার টুকরো হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ৮১ সালে দেশে আশার কারণে টিকে গেছে দলটি।

মুজিবুল হক চুন্নু বলেন, দলের মাঝে যারা এই সমস্ত গুন্ডামি-মাস্তানি করবেন, তাদের দলে জায়গা নেই। আমার সামনে মারামারি করাটা কোনো শোভনীয় কাজ নয়। যারা মারামারি করলেন, তাদের ভবিষ্যৎ ভালো হবে না কখনো। কারণ জাতীয় পার্টি কখনো অন্যায়ের সাথে আপস করে না।

বর্ধিত সভায় আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খানসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: