ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতু উদ্বোধনে বিরোধিতাকারীদের আমন্ত্রণ জানানো হবে: সেতুমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ জুন ২০২২ ২৩:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ জুন ২০২২ ২৩:৪২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে কে পক্ষে, কে বিরুদ্ধে দেখব না। রাজনৈতিকভাবে যারা বিরোধিতা করেছে, চিঠি পাঠাব, তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২৫ জুনের প্রস্তুতি শুরু করেছি, বিদেশিদের আমন্ত্রণ জানাব। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানাব। এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সেই মিয়াং টেমবন তার পাশেই বসা ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু রাস্তায় গণপরিবহনে ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন না থাকলে উন্নয়ন প্রকল্পের সুফল আসবে না।



আপনার মূল্যবান মতামত দিন: