ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সার্চ কমিটির ১০ জনের তালিকা আজ হস্তান্তর হবে রাষ্ট্রপতির কাছে

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৮

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৮

সার্চ কমিটি

 

নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটি আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে। পরে এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন তিনি।

সার্চ কমিটি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বাছাই করা নামের তালিকা হস্তান্তর করবেন। যা রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিনের কাছ থেকে জানা যায়।
তিনি আরও জানান, আশা করা যাচ্ছে খুব শিগগির নতুন নির্বাচন কমিশনের নামগুলো ঘোষণা করা হবে বলে।

এর আগে সার্চ কমিটির সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তালিকায় সিইসি পদের জন্য দু’জন এবং ইলেকশন কমিশনারের পদের জন্য আটজনের নাম রয়েছে। মোট ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান হলেন সার্চ কমিটির প্রধান। অন্য সদস্যরা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী বিচারপতি এস এম কুদ্দুস জামান, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

দায়িত্ব পালনকালে এই কমিটি নিজেরা সাতটি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম প্রকাশ করে। খবর: বাসস

 



আপনার মূল্যবান মতামত দিন: