
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আদালত সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার পৃথক পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী ৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস।
পুলিশ জানায়, ছবি ও ভিডিও ফুটেজ দেখে আইনজীবী আলিফ হত্যা ও সেদিনের সন্ত্রাসী ঘটনা ও পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নতুন করে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৩ জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়।এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হলে প্রিজনভ্যান ঘিরে বাধা দেন তার অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করার পর পুলিশ তাদের সরিয়ে দিতে লাটিচার্জ করলে চিন্ময় অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে আইনজীবী আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: