ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশ টিভির এমডি আরিফ হাসানের ৩ দিনের রিমান্ড আবেদন

সেলিম সোহেল | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:০০

সেলিম সোহেল
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:০০

দেশ টিভির এমডি আরিফ হাসানের ৩ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ এ রিমান্ড আবেদন।

আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ১ নম্বর উত্তরস্থ কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: