ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবারো প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৪ ১০:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৪ ১০:০৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেলেন সজীব ওয়াজেদ জয়।

রবিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস এর ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। তার এই নিয়োগ অবৈতনিক। এর আগের দুই সরকারেও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে আজ। ড. মসিউর রহমানকে অর্থনৈতিক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: