ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে অঘটন ঘটানোর চক্রান্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১২:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১২:২২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতাবিরোধীরা এখনও বিভিন্নভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারাই এখনও অঘটনের চক্রান্ত করছে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাজার বছরের বাঙালির সংস্কৃতি নির্বিঘ্নে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার। দুষ্কৃতিরা যেনো আর কোনও দুর্ঘটনা ঘটাতে না পারে সেদিকেও নজর রয়েছে।

আসাদুজ্জামান খান জানান, কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দিনকে পূজাকেন্দ্রীক বক্তব্যের জন্য সতর্ক করা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: