ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নতুন করে নয়, পুরনো মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:৩১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির যেসব নেতাদের বিরুদ্ধে পুরোনো মামলা আছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধানের নিয়ম মেনে হবে। একটি-দুটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি বা তা অগ্রহণযোগ্য হবে না।

হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এখনও চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত লড়াই চলবে। হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মুল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: