ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরাইল-হামাস সংঘাতে যুক্তরাষ্ট্রকে দায়ী করলো রাশিয়া

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:২৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। পাশাপাশি, নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা প্রস্তাবে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানিয়েছে দেশটি। তবে, গাজায় অবরোধ বন্ধের বিষয়ে এখনও নিশ্চুপ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে, শহর ত্যাগের সময় গাজাবাসীর ওপর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৭০ বেসামরিক নাগরিক। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৯শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সময়সীমা পার হবার পরপরই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। পাশাপাশি, চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও গাজায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের আগ্রাসন বন্ধে রাশিয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস।

তবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় অবরোধ বন্ধের বিষয়ে নিরব রয়েছেন। যদিও গাজায় মানবিক সাহায্য আনার প্রয়োজনীয়তার কথা বলছেন তিনি।

এদিকে, উত্তর গাজা উপত্যকা থেকে বাড়িঘর ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন।

এছাড়া, লেবাননের দক্ষিণাঞ্চলেও রকেট হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক ড্রোন থেকে গুলি চালানো হয় বলেও জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: