ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: প্রধানমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় বা ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে ভাষণ দেওয়ার পর নিউইয়র্কে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিসানীতি শুধু আওয়ামী লীগের জন্য নয়। এবার এতে বিরোধী দলের কথাও বলা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করা হয়েছে। যেখানে বিএনপি সরকার এক কোটি ভুয়া ভোটার করেছিল। তাই খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় এসে দেড় মাসও টিকতে পারেননি; জনগণের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারও ওপর নির্ভর করে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় আসবে বলেও জানান প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: