ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দলগুলোর সঙ্গে বৈঠক করার এই মুহুর্তে কোনো চিন্তা ভাবনা নেই : ইসি আলমগীর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার এই মুহুর্তে কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আলমগীর।

সোমবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য রোডম্যাপ অনুযায়ী যখন যে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।দলগুলোর সঙ্গে বৈঠক করার এই মুহুর্তে কোনো চিন্তা ভাবনা নেই।

সুধীজনদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর বৈঠক উল্লেখযোগ্য কি কি বিষয়ে আলোচনা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা চিন্তা ভাবনা, নানা সময় নির্বাচন করেছেন উনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেবো যে আমরা যে কাজ করলাম এতে তাদের মতামত কী। যদি তাদের কোনো গুড সাজেশন থাকে ভালো নির্বাচনের জন্য আরো কী করা যেতে পারে এগুলোই শুনবো।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলপন,দেশিয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি আমরা। সিসি ক্যামেরা না রাখলে ভোটকেন্দ্রের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী সিসি ক্যামেরা রাখতে হবে এমন কোনো বিধি বিধান নেই। নির্বাচন অনিয়ম হয় এমন অভিযোগ দেখার জন্য আমরা সিসি ক্যামেরা ব্যবহার করেছি।

এজন্য যে অভিযোগ আসলেই সঠিক কিনা তা দেখার জন্য। কিন্তু এটাতো কোনো ভোটের প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ৩০০ আসনে সিসি ক্যামেরা ব্যবহার করা সম্ভব না। এতো সিসি ক্যামেরা কে দেবে। এতো সিসি ক্যামেরা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নাই। কয়েকটা সংগঠন মিলেও এতো সিসি ক্যামেরা দিতে পারবে না। প্রায় দুই, আড়াই লাখ সিনি ক্যামেরা কিভাবে দেবে। ইন্টারনেটের সংযোগ কিভাবে দেবে। কিভাবে এতো ক্যামেরা পর্যবেক্ষণ করবেন। এটা তো সম্ভব না।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝূঁকিপূর্ণ আসনেও সিসি ক্যামেরা ব্যবহার করা সম্ভব না। কারণ অনেক কেন্দ্র থাকে। ঝূঁকিপূর্ণ কেন্দ্র ঠিক হয় নির্বাচনের আগে, ওই সময় বাজেট আনা অসম্ভব।

তিনি বলেন, যতগুলো নির্বাচন করেছি শাস্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সামান্য ত্রুটি কোথাও হলে আমরা আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছি। দায়িত্ব পালনে আমাদের শতভাগ আন্তরিকতা ছিল এবং আমরা মনে করি যে জনগণ সেটা ভালোভাবে নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: