ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লুটপাটকারীদের হাতে পড়ে দেশ যেন পিছিয়ে না যায়: প্রধানমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ ০১:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ ০১:৩১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লুটপাটকারীদের হাতে পড়ে দেশ যেন পিছিয়ে না যায়, সেজন্য প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

এ সময়, দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট চান সরকার প্রধান। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই বিশ্ব দরবারে সম্মান বেড়েছে দেশের। অগ্রযাত্রা যেনো আর ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে।

পরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে। আর বিএনপি করে ধ্বংস। মানুষের ওপর হামলা কোন ধরনের রাজনীতি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রবাসীদের হুন্ডিতে নয়, ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া অবৈধ পথে বিদেশ গিয়ে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে তাদের বিদেশের জেলেই থাকতে হবে বলেও হুঁশিয়ারি দেন।



আপনার মূল্যবান মতামত দিন: