ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় সংসদ নির্বাচনের কাজ নভেম্বরের প্রথমেই শেষ করবে ইসি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ১৮:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ১৮:৪২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রস্তুতিমূলক সকল কাজ শেষ করতে চায় নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বলা যায়, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ভালোভাবে চলছে। ইতোমধ্যে ১১ ধরনের নির্বাচনী মালামাল কেনাকাটার কার্যাদেশ হয়েছে। দুয়েকটির সরবরাহও হচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে নেওয়া হবে। সর্বোচ্চ নভেম্বরের প্রথম সপ্তাহ প্রস্তুতিমূলক সব কাজ শেষ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: