ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে সংকট থাকলে বিদেশিরা নানা ষড়যন্ত্রে সফল হয়: পররাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ১৫:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ১৫:৪৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কোনো দেশে অভ্যন্তরীণ সংকট থাকলে বিদেশিদের নানা ধরনের ষড়যন্ত্র সফল হয়। কিন্তু বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব চায় রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেয়া হোক।

ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে জানান ড. আব্দুল মোমেন। তবে আগামী ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানান তিনি। সেই সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকাসহ অন্য সদস্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: