ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তাপপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে

আল আমিন | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ০১:২০

আল আমিন
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ০১:২০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও তিন দিন থাকতে পারে। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে।

রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।

মো. বজলুর রশিদ বলেন, কয়েকদিন ধরে রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাগুলো ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় তাপপ্রবাহ কাটলেও কয়েকটি জেলায় বিরাজমান রয়েছে।

তিনি বলেন, আরও দুই/তিন এমন অবস্থা থাকতে পারে। তবে তাপপ্রবাহের মাত্রা, বিস্তার হওয়ার তেমন কোনো সম্ভবনা নেই। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হবে।

আগের দিনের মতো রবিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: