
আন্তর্জাতিক ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বিদেশিদের কাছে হাত পাতছে, ধরনা দিচ্ছে তাদের কাছে ভিক্ষা চেয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে। কোনো বিদেশি প্রভু এসে সেটা দিতে পারবে না। এ সরকার নির্বাচিত সরকার, এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা, সম্পদের ও জীবনের নিরাপত্তা দেয়া তাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা সর্বোচ্চ সর্তকতা নিয়ে এ গুলো মোকাবেলা করব। কেউ কেউ বলছে এ সরকারের বিদেশি সমর্থন নেই।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, বিদেশিদের সমর্থনের কোনো দরকার নেই, আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এ দেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা? সেটা নির্বাচনে প্রমাণিত হবে।
আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, স্কুল, খাদ্য উৎপাদন, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানাসহ সব দিকে উন্নয়ন করেছে। উন্নয়নের কারণে জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই। আমরা বিদেশি সহযোগিতা চাই না। তাই জনগণের সমর্থন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: