
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এক বছরের মধ্যে মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে আনতে হলে মিরাকল দরকার। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার টার্গেট অলৌকিক, প্রায় অসম্ভব। তবে সে লক্ষ্যে সবাইকে চেষ্টা করতে হবে।
আজ শুক্রবার এফডিসিতে বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব’ শীর্ষক ছায়া সংসদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতি ভর্তুকি নির্ভর। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সিলেক্টিভ কিছু ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার প্রশ্ন যারা নির্বাচন হতে দেবে না বলছে, তারা কি ভিসা পেতে পারে? ইউএসএ তাদের স্বার্থে যদি মনে করে ভিসা দেবে না, এটা তাদের ব্যাপার।
এম এ মান্নান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে পরামর্শ দিয়েছে, শর্ত আরোপ করেনি। সরকার দেশের জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে থাকে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: