ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজকের শেষ বৈঠকে ১০ জনের নাম চুড়ান্ত হবে

বিদেশ বার্তা | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪১

বিদেশ বার্তা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪১

নির্বাচন কমিশন

 

রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আর এ দশজনের তালিকা আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।
সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছিলেন, আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম পঞ্চম বৈঠকে। আর আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত কবরো এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
নামের তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে কি না— এই প্রশ্নের উত্তরে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই।

 



আপনার মূল্যবান মতামত দিন: