ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ জুন ২০২৩ ২১:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ জুন ২০২৩ ২১:১৮

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানী ও সিলেটসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

গুগলের তথ্য অনুযায়ী- ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং এর অবস্থান ছিল সিলেট থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।



আপনার মূল্যবান মতামত দিন: