ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০০:১৯

আল আমিন
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ০০:১৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না-এ বিষয়ে শক্ত অবস্থানে আছি।

রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাস্থ্যসেবা বিভাগের ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্য ফলন বৃদ্ধি পেয়েছে, বর্তমানে খাদ্য উৎপাদন ৪ কোটি টন। কৃষক পর্যায়ে তামাক উৎপাদন কমেছে। যদি আরও কমে তাহলে আমাদের যেটুকু খাদ্য আমদানি করতে হয়, সেটুকুও লাগবে না। তাই এ বছর আমাদের প্রতিপাদ্য-‘তামাক নয়, খাদ্য ফলান’।

জাহিদ মালেক বলেন, এ বছর তামাকের ওপরে ট্যাক্স বাড়বে। তবে আমাদের লক্ষ্য তামাক থেকে ট্যাক্স আহরণ নয় বরং কৃষি উৎপাদন বাড়িয়ে সে খাত থেকে কর আদায়।

তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাকের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়, মৃত ব্যক্তির পরিবারের অর্থনীতির ওপরে অন্ধকার নেমে আসে। সার্বিকভাবে স্বাস্থ্যসেবায় ক্ষতি হচ্ছে। অসংক্রামক ব্যাধি ক্যানসার, কিডনি ফেইলিয়ার-এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তামাকজনিত কারণে এসব বেশি হয়ে থাকে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: