ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজনৈতিক সংকট আলোচনা করে সমাধানে বিশ্বাসী আ’লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জুন ২০২৩ ১৯:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ১৯:৪২

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। রাজনৈতিক যেকোনো সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন। আ’লীগ দল হিসেবে সব দলকে নিয়ে আলোচনা করে সমাধানে বিশ্বাসী, এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্বাধীনতা পুরস্কার ২০২৩ অর্জন উপলক্ষে বুধবার (৭ জুন) দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বললেন, বর্তমান সরকারের আমলে ফায়ার সার্ভিসের উন্নয়নে সবকিছু করা হচ্ছে। দেশের প্রতিটি থানায় ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে।

নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনৈতিকদের তৎপরতা নিয়ে কোনো মন্তব্য না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে। রাষ্ট্রদূতরা তাদের বিধিনিষেধ মেনে কাজ করবেন।

এছাড়া জামায়াতে ইসলামীর কর্মসূচির নিয়ে আসাদুজ্জামান খান বলেন, জামায়াত যেহেতু নিবন্ধিত দল না, সেহেতু কর্মসূচিতে তারা কোনো নাশকতা করবে কি না পুলিশ তা খতিয়ে দেখবে।



আপনার মূল্যবান মতামত দিন: