
ভোরের ডাক ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পেলেও সোমবার (৫ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী।
২৪ ঘণ্টার মধ্যে অনুমতি চেয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সমাবেশে বাধা দেওয়া মানে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দেওয়া, গণতন্ত্রের পথে বাধা দেওয়া।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২৪ মে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা সৃষ্টিকারীরা ভিসা পাবে না। এর পর আগামীকালের সমাবেশের অনুমতি চেয়ে গত ২৯ মে ডিএমপিতে আবেদন নিয়ে যায় জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল। তাঁদের ফটক থেকে আটক করলেও ঘণ্টা তিনেক পর ছেড়ে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ভুল তথ্যে আটক করা হয়েছিল। তবে জামায়াতের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ভয়ে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
জামায়াত নেতা ডা. তাহের প্রস্তুতি সভায় বলেন, ২০১৪ বা ২০১৮ সালের পরিবেশ আর নেই। আওয়ামী লীগ আবারও পাতানো নির্বাচন করতে পারবে না। আলাপ-আলোচনার মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেওয়া সরকারের জন্য ভালো। মার্কিন ভিসা নীতিকে জাতির জন্য অপমান বলে উল্লেখ করেন এই জামায়াত নেতা।
আপনার মূল্যবান মতামত দিন: