ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আল আমিন | প্রকাশিত: ৩ জুন ২০২৩ ২৩:১৮

আল আমিন
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ২৩:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:  ভারতের ওড়িশ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার তিনি এই শোক প্রকাশ করেন।

শুক্রবার তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট ওই দুর্ঘটনায় কমপক্ষে ২৮০ জন নিহত এবং ৯০০ জনের বেশি আহত হয়েছেন।

চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এটির সংলগ্ন ট্র্যাকের একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে করোমন্ডেল এক্সপ্রেসের পেছনের বগি তৃতীয় ট্র্যাকে চলে যায়।
তৃতীয় ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: