ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশে করোনা শনাক্ত শতাধিক

আল আমিন | প্রকাশিত: ৩১ মে ২০২৩ ০০:৩৩

আল আমিন
প্রকাশিত: ৩১ মে ২০২৩ ০০:৩৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েক মাস দৈনিক শনাক্তের সংখ্যা ছিল ১০ জনের নিচে। কিন্তু মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন করোনা শনাক্ত হচ্ছে শতাধিক। তবে এই সময়ে কেউ কারা যাননি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৬টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১৪ জন করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। আগের দিন যা ছিল ৫ দশমিক ১৩ শতাংশ।

আগের দিন (সোমবার) ১৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা গত ৭ মাসের সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ১১৪ জনকে নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের ১০৮ জনই ঢাকার বাসিন্দা। বাকিদের মধ্যে সিলেটে দুইজন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, রাজশাহী ও রংপুরে একজন রয়েছেন।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ৬৩ দিন ধরে করোনায় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হলেন মোট ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: