ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ মে ২০২৩ ০২:০৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ০২:০৭

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশে পাঁচ দিনের সফরে শনিবার (২৭ মে) ঢাকায় পৌঁছেছেন।

ওআইসি মহাসচিব বাংলাদেশে সফরকালে রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

হিসেন ব্রাহিম তাহা ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে এ বিশ্ববিদ্যালয়ের ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন। আগামী ৩০ মে আইইউটি’র ক্যম্পাসে কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও ওআইসি মহাসচিব তাঁর এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

ওআইসি মহাসিচিব শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান। সূত্র: বাসস।



আপনার মূল্যবান মতামত দিন: