ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দেশের ২০ অঞ্চলে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ মে ২০২৩ ১৬:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ মে ২০২৩ ১৬:৫১

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২০ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে, এ সময়ে সমুদ্রবন্দরগুলোর জন কোনো সতর্কতা নেই।



আপনার মূল্যবান মতামত দিন: