ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমাদের ঝুঁকি কমেছে: আবহাওয়া অধিদপ্তর

আল আমিন | প্রকাশিত: ১৪ মে ২০২৩ ২১:০২

আল আমিন
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ২১:০২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে।

রবিবার (১৪ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা
ছিল, সেটি অনেকটাই কমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০
কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: