
নিজস্ব প্রতিবেদক: অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা'র প্রভাব বাড়তে থাকায় নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১২ মে) বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
সংস্থাটির উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীপথে বিভিন্ন জেলায় বিভিন্ন সংকেত রয়েছে। তবে সার্বিক নিরাপত্তায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বলেন, রাত সাড়ে ১০টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান সদরঘাট থেকে চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মোখার ক্ষতি এড়াতে এরইমধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার (১৩ মে) মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: