ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে বিশেষ কমিটি গঠন: আইনমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ মে ২০২৩ ২০:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ মে ২০২৩ ২০:১৯

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবে না, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংস্কার হবে। আর সে জন্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে বুধবার (৩ মে) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘শেপিং এ ফিউচার অব রাইটস’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এখন মামলা হলেই তা গ্রহণ করা হয় না। এটা একটি বিশেষ সেলে পাঠানো হয়, এরপর যাচাই-বাছাই শেষে আদালতে মামলা দাখিল করা হয়। সেলকে বলা হয়েছে অযথা সাংবাদিকদের যেন গ্রেপ্তার করা না হয়।

ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহার রোধে সরকার কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের সমস্যা দূর করে এটাকে সর্বসাধারণের আইন করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই গণমাধ্যম তথা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করবেন না। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: