ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা দায়ের

আল আমিন | প্রকাশিত: ৩ মে ২০২৩ ০২:২৯

আল আমিন
প্রকাশিত: ৩ মে ২০২৩ ০২:২৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একটি মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছে।

রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পর এই প্রথম জানালায় ঢিল ছোড়ার মতো ঘটনা ঘটেছে।

গত সোমবার রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

ওসি আরও বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। শনাক্ত করা গেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: