ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও বাড়বে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৯

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এছাড়া পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে পারে এবং বিস্তৃতি লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবানে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: