ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুদান থেকে বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানিদের সরিয়ে আনলো সৌদিআরব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৮

ফাইল ছবি

সৌদিআরব থেকে : সুদান জুড়ে চলমান সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার ক্ষমতা দখলের লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সুদান থেকে দূতাবাসকর্মী ও নিজদেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে সৌদিআরবসহ বেশ কয়েকটি দেশ।

সৌদি আরব তাদের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু মানুষকেও সুদান থেকে সরিয়ে নিয়ে এসেছে।এযাবৎ সৌদি মোট ১৫৭ জন নাগরিককে খার্তুম থেকে সরিয়ে এনেছে।

এর মধ্যে ৯১ জন সৌদি নাগরিক। বাকি ৬৬ জন বাংলাদেশি,ভারতীয়,পাকিস্তানি ও অন্য দেশের নাগরিক রয়েছে।

অবশ্য এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয়দের সুদান থেকে নিয়ে আসার জন্য সৌদি আরবের সাহায্য চেয়েছিল।

গত কয়েকদিন ধরে চলা দুই বাহিনীর সংঘাতে কয়েক দফায় অস্ত্রবিরতির ঘোষণা এলেও কোনো পক্ষ তা মানেনি। এমনকি গেল শুক্রবার ঈদ উপলক্ষে শুরু হওয়া তিনদিনের অস্ত্রবিরতিও মানা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত চার শতাধিকের অধিক লোকের প্রাণহানি হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, ২০ হাজারের বেশি লোক,প্রাণ বাঁচাতে শহর ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে যাদের বেশির ভাগই নারী ও শিশু।



আপনার মূল্যবান মতামত দিন: