ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত ৩ যুবক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩ ০১:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩ ০১:২২

ফাইল ছবি

ভোরের ডাক ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৬টি মোটরসাইকেল করে কিছু যুবক সীমান্ত সড়ক অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন ঘটনাস্থলেই মারা যায় অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এছাড়াও এসময় অপর ১০ জন আহত হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: