ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে: কৃষিমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩ ২২:২৭

আল আমিন
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩ ২২:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:   জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটের সিদ্ধান্তের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে–ব্যালটে ভোট হবে।

আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক সভা শেষে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারা জাতির প্রত্যাশা–সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য। আধুনিক প্রযুক্তি এটা। সেটার জন্যই ইভিএম গ্রহণ করতে চেয়েছিলাম। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ইভিএম ব্যবহারের। পাশের দেশে এটা হয়। তবে এত অল্প সময়ে ইভিএম মেশিন জোগাড় করা কঠিন।

আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন পারবে সেটা। এটা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিএনপি মূল বিরোধী দল। তারা ভোটে আসুক। এ সিদ্ধান্তে (ব্যালটে নির্বাচন) নির্বাচনে আসতে সিদ্ধান্ত নিতে বিএনপির সহজ হবে।’

উল্লেখ্য, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো আসনেই আর ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, ৩০০ আসনের সব কটিতেই ভোট হবে সনাতনী ব্যালট পেপারে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: