ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ১৬:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ ১৬:০৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন: