ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

একনেকে ১৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন

আল আমিন | প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ২২:৪৫

আল আমিন
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ২২:৪৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ-বছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আজকের সভায় এক হাজার ৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৬টি ও নতুন প্রকল্প ৩টি।

তিনি বলেন, টানাপোড়েন থাকলেও দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলনামূলক ভালো। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মার্চে এ হার আরও বাড়বে। তবে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকলে কোনো সমস্যা হবে না।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষিপণ্য রফতানি বাড়ানোর পাশাপাশি রফতানির সুযোগ খুঁজে দেখতে হবে। সেই সঙ্গে কোনো জমি পতিত রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশি মাছের উৎপাদন বাড়াতে বলেছেন। আর বিদেশি রাক্ষুসে মাছ যাতে দেশের মাছের ক্ষতি না করতে পারে সেদিকে নজর দিতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: