ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আল আমিন | প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৯:১৪

আল আমিন
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ০৯:১৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন শতাধিক।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পরিচয় পাওয়া গেছে।

উদ্ধার কাজে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোসাল ইউনিট ও ১২ সদস্যের মিলিটারি পুলিশ এবং ডাক্তারসহ তিন অ্যাম্বুলেন্স গুলিস্তানে ভবন বিস্ফোরণস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলু বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: