ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জি-২০ এর সদস্য না হয়েও নিমন্ত্রণ পাওয়া সম্মানের: পররাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৫:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৫:১৫

পররাষ্ট্রমন্ত্রী

বিদেশবার্তা ডেস্ক : জি-২০ জোটের সদস্য না হয়েও নিমন্ত্রণ পাওয়া সম্মানের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ কথা মন্তব্য করেন তিনি। এবারের সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্স, সুইডেন ও ভারতের সাথে সাইড লাইন বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। সুযোগ পেলে জোটের অন্যান্য দেশের সাথেও দ্বিপক্ষীয় বিষয়ে আলাপের কথা জানিয়েছেন তিনি।

সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবও তুলে ধরা হবে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে উন্নয়ন হোক।

নির্বাচন ইস্যুতেও কথা বলেন এ কে আব্দুল মোমেন। বললেন, নির্বাচন নিয়ে মাথা ব্যাথার কারণ নেই। নির্বাচনে সব দলের আন্তরিকতা থাকলে কোনো সংঘাত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন বলেও জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: