ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

এতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মধ্য দিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে।



আপনার মূল্যবান মতামত দিন: