ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজাকারের তালিকা প্রকাশ ২০২৪ সালের মার্চে

আল আমিন | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১৪

আল আমিন
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন… রাজাকার, আল শামস বা জামায়াতে ইসলামী যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তাদের তালিকা প্রকাশের জন্য ইতোমধ্যে নীতিমালা তৈরি হয়েছে এবং আমাদের এই কাজ চলমান আছে। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে হবে কিনা ঠিক নিশ্চিত না। তবে আগামী বছরের (২০২৪) মার্চ মাসে পুরো তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

শনিবার রাজশাহীর বাগমারায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে উদ্বোধন উপলক্ষ্যে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মন্ত্রী।

বাগমারাবাসীকে বাংলা ভাইয়ের সেই ভয়াবহ অত্যাচার ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের এমপি-মন্ত্রীদের মদদেই বাংলা ভাই তথা জেএমবি ক্যাডাররা স্বাধীনতার সপক্ষের লোকজনকে হত্যা করে তারা এ অঞ্চলে একছত্রভাবে রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করেছিল। আজ নিশ্চয় আপনারা সেই কথা ভুলে যাননি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনই দেশের উন্নয়ন চায় না। তারা চায় শুধু স্বাধীনতার সপক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে দেশের মানুষকে আবারো পাকিস্তানের গোলাম বানাতে। এ জন্য তারা দেশের ভেতরে ও বাইরে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই এ ব্যাপারে আমাদের সবাইকেই আরো সচেতন ও সজাগ থাকতে হবে। পৃথিবীর কোনো অপশক্তিই যেন আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে না পারে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: