ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : প্রথমবারের মতো মঙ্গলবার দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। পরদিন ফরেন অফিস কনসাল্টেশন বা সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে প্রাধান্য পেতে পারে, আঞ্চলিক ও সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্যসহ নানা বিষয়।

সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আলোচনা নির্ভর করছে, ভারত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর।

বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। এর আগের সচিবের বৈঠকের ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র সচিব।



আপনার মূল্যবান মতামত দিন: