ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রমজানে কত ঘণ্টা রোজা থাকতে হবে, জানালো আরব আমিরাত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে। আর এ বছর রমজানে কত ঘণ্টা রোজা থাকতে হবে তার সময় জানিয়ে দিয়েছে দেশটি। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে এ বছর ১৩ ঘণ্টা ব্যাপী প্রত্যেম মুসলিম ব্যক্তি রোজা থাকতে হবে।

এছাড়া জ্যোতির্বিজ্ঞানের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৩ মার্চ ভোররাতে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ শুরু হবে ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। এই হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।তবে রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন।এই বছর রমজান মাসের শুরুতে তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পবিরর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: