ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডিসেম্বরেই সংসদ নির্বাচন: সিইসি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (সিইসি)। ৬টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপনির্বাচন প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আজ অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। উপনির্বাচনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে। আশা করছি ২ থেকে ৪ ঘণ্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।’

ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন: