ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি : পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ ০৩:০৮

আল আমিন
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ ০৩:০৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং বিশ্ববাসী এটা স্বীকারও করেছে।

আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এই আলোচনা সভার আয়োজন করে।

শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও কেউ কেউ এটা নিয়ে বড় বড় কথা বলেছে। কিন্তু যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচন হলো আমরা সর্বোচ্চ ভোটে জয়লাভ করলাম। তার অর্থ হলো শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখে।

ড. মোমেন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার একের পর এক অর্জন করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: