ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি খুব ভালো নয় : পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৮:৫৪

আল আমিন
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ ০৮:৫৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের চলমান সীমান্ত পরিস্থিতি খুব ভালো নয়। সেখানে অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা কাউকে ঢুকতে দেবো না।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়ে ড. মোমেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না। জিরো লাইনে যে মারামারি হচ্ছে সেটির ভয়ে ও আতঙ্কে অনেকে ছোটাছুটি করছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুধু জানি জাহাজটিতে নিষেধাজ্ঞা দেয়া ছিল। সেজন্য আমাদের বন্দরে পণ্য খালাসের অনুমতি দেয়া হয়নি। এরপর জাহাজটি কোথায় গেল আর না গেল, সেটা আমাদের জানার বিষয় নয়।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ জাহাজের ওপর নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক নয়। এ নিষেধাজ্ঞায় আমাদের সম্পর্কে প্রভাব ফেলবে না। রূপপুরে রাশিয়ার পণ্যবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: