ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ভোটার তালিকার খসড়া প্রকাশ

দেশে এখন মোট ভোটার ১১ কোটি ৯০ লাখের বেশি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ ০০:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ ০০:৫০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। আজ রবিবার এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

তালিকা অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১১ কোটির ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। নারী ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৩৭ জন।

গত বছরের ২ মার্চ পর্যন্ত মোটর ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।
নতুন তালিকায় ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। মৃত ভোটার কর্তন করা হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।

ফলে মোট ভোটার বাড়ার সংখ্যা ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন। মোট ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১০ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: