
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন আলিরেজা। ২০১৯ সালে তাকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
আলিরেজার পরিবার জানিয়েছে বুধবার তাদেরকে শেষ দেখা করার সুযোগ দেওয়া হয়। এরপর তাকে সলিটারি সেলে নিয়ে নেওয়া হয়।
ব্রিটেন বারবার আলিরেজাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি তেহরান। সূত্র: বিবিসি।
আপনার মূল্যবান মতামত দিন: