ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শপথ নিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য

আল আমিন | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০৭:০৮

আল আমিন
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০৭:০৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী মাহমুদ হাসান রিপন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি’র মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

 


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: